ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: বিরামপুরে ১৩ দিনে একজন গ্রেফতার

মো: ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১৩ দিনে একজনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার এক বিএনপি কর্মীকে হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু (৪৫) কে গ্রেফতার করা হয়।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১.১৫ ঘটিকায় বিরামপুর পৌরশহরের পূর্ব জগন্নাথপুর এলাকায় সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশনে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার খায়রুল আলম রাজু বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর এলাকার মৃত ফসি উদ্দিন মন্ডলের ছেলে। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার গ্রেফতারের বিষয়টি বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।

বিএনপির কর্মী রশিদুল ইসলামকে হত্যার অভিযোগে গত বছরের ২৫ অক্টোবর বিপ্লব আলম ওরফে বিলু (৪৭) নামের একজন বিরামপুর থানায় একটি মামলা করেন। বাদী বিপ্লব আলম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের বাসিন্দা। উক্ত মামলার তদন্ত প্রাপ্ত অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

এই মামলায় প্রধান আসামি দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক। এ ছাড়াও মামলায় আসামি হিসেবে কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী মণ্ডল, খানপুর ইউনিয়ন চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, পলিপ্রয়াগপুর ইউপির চেয়ারম্যান রহমত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগের উপজেলা শাখার সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহাবুব আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ওরফে মানিক, আব্দুর রহমান রয়েল,আরিফুল ইসলাম ওরফে এসকে আরিফসহ ১১৩ জন আছেন। এছাড়াও মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বিরামপুর থানায় একটি হত্যা মামলায় আজ রাতে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযানে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram