কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৫টার দিকে কাহারোল থানা পুলিশ গোপন সংবাদ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উপজেলা ডাবোর ইউনিয়নের জোতমুকুন্দপুর গ্রামের আপন ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুল জব্বার (৪৮) খুন হওয়ার হত্যা মামলার আসামি একই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ভাতিজা মোঃ আব্দুল ওয়াদুদ (৫৩) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (৪৫) কে পার্শ্ববর্তী সেতাবগঞ্জ উপজেলার রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করে কাহারোল থানায় নিয়ে আসা হয়। বুধবার দুপুরে হত্যা মামলার আসামি স্বামী ও স্ত্রী দুইজনকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো জানান, মামলা দায়েরের ৮ দিনের মাথায় থানা পুলিশ হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।