মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: মিঠাপুকুরে মালবাহী ট্রাকের ধাক্কায় শাহাদাত হোসেন সাদা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম-মাঠেরহাট আঞ্চলিক সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন সাদা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুহিয়া বানিনাথপুর গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শাহাদত হোসেন সাদা। পথে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম-মাঠেরহাট আঞ্চলিক সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।