হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে চিকিৎসকের জন্য দেওয়া বিনামূল্যের ফিজিশিয়াল স্যাম্পলের ঔষধ বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ ফিজিশিয়াল স্যাম্পলের ঔষধ বিক্রির দায়ে দুটি ঔষধের দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ২টায় হিলির ডাঙ্গাপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় তাদের এই জরিমানা করেন। এসময় সেখানে ঔষধ প্রশাসন অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত রায় বলেন, চিকিৎসকের জন্য ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে দেওয়া বিনামূল্যের ঔষধ খোলা বাজারে বিক্রয় করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর দিনাজপুর এর ঔষধ তত্ত্বাবধায়ক আমিনুল ইসলামকে সাথে নিয়ে উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে অবস্থিত দুটি ঔষধের দোকানে অভিযান চালানো হয়। এসময় একটি ঔষধের দোকানে বিনামূল্যের ফিজিশিয়াল স্যাম্পলের ঔষধ বিক্রয় করা হচ্ছিল, এমনকি সেসব ফিজিশিয়াল স্যাম্পলগুলোর মেয়াদ উত্তীর্ণ ছিল। এছাড়া অপর একটি দোকানে অভিযান চালিয়ে সেখানেও বিনামূল্যের ফিজিশিয়াল স্যাম্পল পাওয়া যায়, যা বিক্রয় করা হচ্ছিল। এই অপরাধে ঔষধের দোকান দুটিকে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর খ ও গ ধারায় সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।