স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকাতে পালিত হলো তারুণ্যের উৎসব শীর্ষক আলোচনা সভা । জলঢাকা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা প্রশাসন হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, এছাড়াও আলোচনা রাখেন জলঢাকা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার সুমি আক্তার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ খোরশেদ আলম, এনজিও প্রতিনিধি সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন প্রমুখ। বক্তাবৃন্দ সকলে
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, নিরাপদ মাতৃত্ব, গৃহস্থালী কাজের মর্যাদা উন্নীতকরণ, জুলাই বিপ্লব/২০২৪, "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্য-কে সামনে রেখে নিজেকে থেকে শুরু করে সকল স্তরে এবং ২০২৪ এর তারুণ্যের বিপ্লবের চেতনাকে ধারণ ও গ্রাম আদালতের আইন সঠিকভাবে প্রয়োগ এবং সকলে সরকারের আইন মেনে চলতে পারলে সুখি সমৃদ্ধ স্বচ্ছ দেশ গঠনে ভূমিকা রাখাবে বলে সকলে আশা প্রকাশ করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে সকলে ফটো সেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ কামরুজ্জামান।