হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূ জুই খাতুন (২২) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত স্বামী আলী হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আলী হোসেনকে লালমনিরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার ভোরে নীলফামারী জেলার জলঢাকা এলাকায় অভিযান চালিয়ে আলীকে আটক করে র্যাব-১৩।
জানা গেছে, তিন বছর আগে উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের আলী হোসেনের সাথে বিয়ে হয় উপজেলার সিংগীমারী এলাকার জাহিদুল ইসলামের মেয়ে জুইয়ের সাথে। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য আলী ও জুইয়ের ঝগড়া বিবাদ লেগে থাকতো। এমন অবস্থায় গত ৩০ ডিসেম্বর স্বামী আলী হোসেনের বাড়ি থেকে জুই খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে জুইয়ের স্বামী ও তার পরিবারের লোকজনের দাবি জুই আত্মহত্যা করেছে। কিন্ত জুইয়ের বাবা-মার দাবি জুইকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, রংপুর র্যাব-১৩ আলী হোসেনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করেছে। তাকে সোমবার দুপুরে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।