শরিফ শিকদার, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কালীগঞ্জে শসা বোঝাই একটি পিকআপ খাদে পড়ে চালক, হেলপার ও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬ টায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সকাল ১১ টায় কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছে পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।