ঢাকা
২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:২৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৫

ঘুমিয়ে ছিলেন গেটম্যান, রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক নিহত

মো: ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর রেলক্রসিংয়ের গেটম্যান ঘুমিয়ে থাকায় ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক নিহত ও হেলপার আহতের ঘটনা ঘটেছে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও প্রায় ৯ ঘন্টা ধরে যানজট থাকায় ভোগান্তি পোহাতে হয় জনসাধারণকে। এ ঘটনায় দায়িত্বরত গেটম্যানকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিরামপুর ঘোড়াঘাট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনুমানিক রাত ১ ঘটিকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলগেটের কাছাকাছি আসলে পঞ্চগড় থেকে পাথর বোঝাই ৬ চাকার একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৮৯০৬) ভোর রাতে বিরামপুর রেলক্রসিংয়ের কাছে পৌঁছায়। রেলক্রসিংয়ের ব্যারিয়ার নামানো না থাকায় ট্রাকটি পার হওয়ার সময় ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয় এবং ট্রাকের হেলপার গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি ফখরুল ইসলাম। নিহত ট্রাকের চালক মাহাবুব হোসেন (৩০) পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের শুকুর আলীর ছেলে। আহত ট্রাকের হেলপার আরিফ হোসেন (১৮) একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রেলক্রসিংয়ের দায়িত্বরত গেটম্যানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটা মাত্রই দায়িত্বরত গেটম্যান তার ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। এর আগে ২০২২ সালে ২ ফেব্রুয়ারি একই স্থানে প্রাইভেটকারের সাথে ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে বিরামপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার দিপক কুমার বলেন, এ ঘটনায় বিরামপুর রেলগেটের দায়িত্বরত গেটম্যান আঃ রহমানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনায় সৃষ্ট যানজটে মহাসড়কের উভয় পাশে শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে যায়। ভোগান্তিতে পড়ে দূর পাল্লার যানবাহনসহ স্থানীয় জনসাধারণ।

ভুক্তভোগী মটর পরিবহনের শ্রমিক(ট্রাক চালক) বলেন, উত্তরাঞ্চলের সাথে দেশের বিভিন্ন জায়গার পরিবহন গুলো এরেলগেট দিয়ে যাওয়া আসা করে থাকে। বিরামপুর রেলগেটের ক্রসিংয়ের জায়গা সংকীর্ণ হওয়ায় একটির বেশি গাড়ি পারাপার হতে পারে না এজন্য অনেক সময় যানজট সৃষ্টি হয় এবং গেটম্যানের অবহেলার কারণে প্রায় এরকম দুর্ঘটনার শিকার হতে হয় আমাদের। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগী পরিবহন শ্রমিক।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে এবং গুরুত্বর আহত ব্যক্তিকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram