বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে এ্যাথলেটিক প্রতিযোগিতা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডাঃ ফখরুল হাসাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা কর্মকর্তা হুসাইন আহম্মদ বক্তব্য দেন।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।