ঢাকা
২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৫

সুন্দরবনের কটকায় আবারও একসাথে তিন বাঘের দেখা পেল পর্যটকরা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবনের কটকা এলাকায় আবারও একসাথে তিনটি বাঘের দেখা পেল পর্যটকরা। রোববার বেলা ১১ টার দিকে কটকা অভয়ারণ্য এলাকার বেতমোড় নদীর পাশে বাঘ তিনটিকে দেখা যায়। বাঘ তিনটি একত্রিত হয়ে সংঘর্ষে লিপ্ত ছিলো বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

জানা যায়, এম ভি আলাস্কা নামের পর্যটকবাহী লঞ্চটি কটকার বেতমোড় খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘের উপস্থিতি দেখতে পান লঞ্চে থাকা পর্যটকরা। প্রথমে বাঘের দৃশ্য ধারণ করেন পর্যটক গাইড মোঃ আলামিন। এক সাথে থাকা তিনটি বাঘ দেখার অসাধারণ মুহুর্ত প্রত্যক্ষ করেন তারা। বাঘ তিনটির মধ্যে দুইটি পুরুষ একটি মাদী বাঘ বলে জানা গেছে। এছাড়া গত ১৫ জানুয়ারি কটকা- কচিখালী বাউন্ডারীর বাদামতলা এলাকায় একসাথে ৪ টি বাঘ ঘুরতে দেখেন কটকা ফরেস্ট টহল টীমের সদস্যরা। বাঘ ৪ টির মধ্যে দুইটি ছোট ও দুইটি বড় বলে জানান তারা।

সুন্দরবন পর্যটকবাহী আলাস্কা লঞ্চের ট্যুরিস্ট গাইড মোঃ আলামিন মুটোফোনে জানান, সুন্দরবনের কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ এবং বেতমোর নদী পেড়িয়ে একটি বাঘ এসে একত্রিত হযেছিলো। কিন্তু বেতমোড় এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। পরে অসহায় বাঘটি অনেকক্ষণ ধরে পানিতে ভাসতে ছিলো। পরে বনে উঠে বাঘ দুটির ভয়ে বনের অন্যত্র পালিয়ে যায়। এসব মুহুর্তের দৃশ্য ধারণ করেন তিনি।

শরণখোলা রেঞ্জের টাইগার টীমের সদস্য মোঃ আবুল আসলাম তুহীন জানান, ২০২৩-২৪ সালের বাঘ শুমারীতে বাঘের সংখ্যা দাড়ায় ১২৫ টিতে। ২০১৮ সালের জরিপে যা ছিলো ১১৪ টি। সুন্দরবনের চারটি রেঞ্জের মধ্যে শরনখোলায় বাঘের অবস্থান বেশি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান মুঠোফোনে জানান, এমভি আলাস্কা নামের পর্যটকবাহী লঞ্চের ভ্রমণ যাত্রীরা বনের বেতমোড় এলাকায় একসাথে তিনটি বাঘ দেখেছেন বলে তাদের (বনরক্ষীদের) জানিয়েছেন। কিছুদিন আগে কটকার বাদাম তলা এলাকায় বনরক্ষীদের টহলদান কালে তিনি নিজেই এক সাথে চারটি বাঘ দেখতে পেয়েছেন বলে ওই কর্মকর্তা হাবিবুর রহমান জানান। ওই কর্মকর্তা আরও জানান, চোরা শিকারীর সংখ্যা কমে যাওয়া এবং বাঘ তার সুস্থ আবাস্থল ফিরে পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গতবছর ফেব্রুয়ারি মাসে শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট ক্যাম্প এলাকায় একই সময় তিনটি বাঘের দেখা পেয়েছিলেন বনরক্ষীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram