বাগেরহাট প্রতিনিধি: কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাগেরহাটের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেছেন। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের এসব মাঠ পরিদর্শন করেন তারা।
এসময় বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বাগেরহাটের উপপরিচালক শংকর কুমার মজুমদার, প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তারা কাড়াপাড়া এলাকায় কৃষকদের সাথে মতবিনিময় করেন।