কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন ও জনভোগান্তি সৃষ্টির অপরাধে মোঃ মোক্তার হোসেনকে ৫০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে আলীপুর ব্রিজ সংলগ্ন ইটাভাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ফাঁড়ি ইনচার্জ জনার নিরু মিয়া সহ পুলিশের টীম এবং ভূমি অফিসের সার্ভেয়ার জনাব মোঃ মিরাজ হোসেন, নাজির রাজিব দত্ত ও ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা জনাব ইব্রাহিম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া বলেন, বেশ কিছুদিন ধরেই হযরতপুর ইউনিয়নে ইটাভাড়া এলাকায় মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিলো। এ অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আইনে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।