মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সবুর গাজীর ভোগদখলীয় জমি দখলের চেষ্টায় ৫০ টি গাছ কর্তন করে মাটি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সেনা সদস্য সবুর গাজী বাদি হয়ে মোতাহার গাজী সহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের মৃত. আব্দুর রহমান গাজীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সবুর গাজীর ক্রয়কৃত ভোগদখলীয় বাগান বাড়িতে জমির বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকালে দু’দফায় হামলা চালিয়েছে একই গ্রামের প্রতিপক্ষ মোতাহার গাজী ও তার ভাইয়ের ছেলে হান্নান গাজীর নেতৃত্বে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল। এ সময় হামলাকারিরা ওই সেনা সদস্যর বাগান বাড়ির ঘেরাবেড়া কেটে ফলন্ত অর্ধশতাধিক কলা ও সুপারী গাছ কেটে ফেলে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। দুপুর দেড়টার দিকে সেনা সদস্য সবুর গাজী থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে হামলাকারিরা আরও এক দফায় তাকে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে ধাওয়া করে। পরে আত্মরক্ষায় সে পাসেই একটি বসতবাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে দুর্বৃত্তরা তাকে ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
এ বিষয়ে ভূক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সবুর গাজী বলেন, গত ৬ বছর পূর্বে এক একর জমি ক্রয় করে সেখানে বাগান বাড়ি তৈরি করে গাছ পালা রোপন করে, মাছ চাষ করে শান্তিপ্রিয়ভাবে ভোগদখল করে আসছি। প্রতিপক্ষ মোতাহার গাজী, হান্নান গাজীসহ ৮/১০ জনের একটি বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালায়। এক বাড়িতে আশ্রয় নিয়ে কোনমতে প্রাণে রক্ষা পাই। সেখানেও তারা ইট পাটকেল নিক্ষেপ করে। আমি স্ত্রী, সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ঘটনার প্রশাসনের নিকট ন্যায় বিচার চাই।
এ সর্ম্পকে হান্নান গাজীর মোবাইল নম্বরে ০১৬২৭-৪২৬৫৫০ একাধিকবার চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।
মোরেলগঞ্জ থানা ওসি মো. রাকিবুল হাসান বলেন, সেনা সদস্যর জমি বিরোধের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।