কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্র নাথ রায় মৃত্যুবরণ করেছেন রাষ্ট্রীয় মযার্দায় অন্তেষ্টিক্রিয়ার পর রামচন্দ্রপুর মহা শ্বশানে তার লাশ দাহ কার্য সম্পন্ন করা হয়।
দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে উচিৎপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্র নাথ রায়(৮০) ২৭ ডিসেম্বর‘২৪ সকাল আনুমানিক ৯ টার দিকে নিজ বাসভবন উচিৎপুর গ্রামে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন কারণে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে ১ স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও গুনাগ্রাহী রেখে যান। ওই দিন বিকেল পৌনে ৩ টার দিকে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্টেট মোঃ আমিনুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্র নাথ রায় লাশ রাষ্ট্রীয় মযার্দা প্রদর্শন শেষে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্র নাথ রায়ের মৃত্যুতে তার শোক-শপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, সাবেক ডিপুটি কমান্ডার মোঃ আব্দুস সালাম ও তার সহযোদ্ধারা, কাহারোল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে শোক জানিয়েছেন।