ঢাকা
১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:২৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৪

সাংবাদিকদের গাড়িতে হামলা করে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে গৌরীপুরে সংবাদ সম্মেলন

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যারিকেড দিয়ে ময়মনসিংহের গৌরীপুরের সাংবাদিকদের গাড়িতে হামলা করে ডাকাতির চেষ্টা, গাড়ী ভাংচুর, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন ও গাড়ির চালক শফিকুল ইসলাম আহত হওয়ার প্রতিবাদে শুক্রবার (২৭ ডিসেম্বর) গৌরীপুর বিএমএসএফ কার্যালয়ে সাংবাদিক সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখা আয়োজিত সাংবাদিক সমাবেশ ও সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএমএসএফ’র উপজেলা শাখার সহ-সভাপতি মো. রইছ উদ্দিন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর এলাকায় গত সোমবার দিবাগত রাত সাড়ে ৪টায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা করা হয়। দুর্বৃত্ত্বরা গাড়িতে হামলা করে ডাকাতির চেষ্টা, গাড়ী ভাংচুর ও গাড়ি চালককে পিঠিয়ে আহত করে মাইক্রোবাসটিকে দুর্ঘটনায় কবলিত করতে চেয়েছিলো। ডাকাতদের আক্রমণে মাইক্রোবাসে থাকা সাংবাদিক মো. রইছ উদ্দিন ও চালক মো. শফিকুল ইসলাম আহত হয়। আমরা তাৎক্ষনিক পুলিশের জরুরী নাম্বার ৯৯৯-এ কল দিয়েছি। ঘটনাস্থল থেকে প্রায় একশত গজ দূরে কর্তব্যরত পুলিশ মোবাইলে ব্যস্ত ছিলো। তার সঙ্গে থাকা ৪/৫জন লোক ছিলো। এরমধ্যে আহত সাংবাদিকরা পুলিশের গাড়ির সামনে আসলে দু’জন মোটর সাইকেলে চলে যায়। আরও ২/৩জন মুখবেঁধে সেখানে অবস্থান করছিলো। তারা কারা? এতো রাতে পুলিশের সঙ্গে কি সখ্যতা ছিলো? খোঁজে বের করুন।

আমরা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারকে সেদিনই বিষয়টি অবহিত করেছি। দায়িত্বরত পুলিশকে অভিযোগ নিতে বলেছি, কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে সনাক্ত বা গ্রেফতার করতে পারে নাই।

সংবাদ সম্মেলনে ‘ডাকাতমুক্ত নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া’র ঘোষণা, কর্তব্যে অবহেলার জন্য ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, কসবার ওসি ও সাবইন্সপেক্টর আব্দুল আলিমকে অপসারণ, ডাকাতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিতে রবিবার বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ কর্মসূচী ঘোষণা করা হয়।

সাংবাদিক সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সহসভাপতি আব্দুল কাদির (বিডি২৪লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দি মনিংগ্লোরী), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), গৌরীপুর প্রতিদিনের সম্পাদক মোখলেছুর রহমান, বিএমএসএফ গৌরীপুরের কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ।

কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের সাংবাদিকদের জানান, পুলিশ মহাসড়কে সার্বক্ষণিক দায়িত্বে থাকে। তারপরও কিভাবে ডাকাত দল ডাকাতির চেষ্টা করে তা আমরা তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজে বের করার চেষ্টা করছি।  

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram