শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ নাজমা খাতুন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেন্বর) সকালে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজমা খাতুন যশোরের কোতয়ালী থানার কচুয়া গ্রামের সেলিম মোল্লা স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া বাজারে অভিযান চালানো হয়। এসময় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে হতে ৪০ বোতল ফেন্সিডিল সহ নাজমা খাতুন কে গ্রেফতার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ আমির আব্বাস বলেন, গ্রেফতার আসামীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।