শার্শা(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার লাউতাড়া সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
হ্যান্ড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যেদের উপস্থিত ছিলেন হ্যান্ড ফাউন্ডেশনের উপদেষ্টা সোহেল রানা, ফাউন্ডেশন এর সভাপতি ইসতিয়াক আহমেদ তামিম হোসেন,লাউতাড়া সরকারী প্রাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক ইকরাম খান,শার্শা কলকাকলি শিশু নিকেতনের পরিচালক মোঃ আশরাফুল আলম,লাউতাড়া গ্রামের ইউপি সদস্য কুরবান আলী,নাভারন মহিলা কলেজ প্রভাষক ওজিয়ার রহমান,লাউতাড়া মাদ্রাসা সুপার ওবাইদুর রহমানসহ প্রমুখ।