ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:২২
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৫

সরকারি আউটসোর্সিং কর্মীদের বেতন বাড়লো

প্রায় ছয় বছর পর সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং জনবলের বেতন বাড়ানো হয়েছে। নতুন পরিপত্র অনুযায়ী, সর্বনিম্ন বেতন ৫৭০ এবং সর্বোচ্চ ১ হাজার ১০২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি বিদ্যমান পাঁচ ক্যাটাগরির সঙ্গে যুক্ত হয়েছে আরও তিনটি নতুন ক্যাটাগরি।

অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহে এই নির্দেশনা জারি করে। পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে প্রায় ৬০ হাজার আউটসোর্সিং কর্মী সরকারি দপ্তরে এবং আরও ১০ হাজার কর্মী বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছেন।

নতুন বেতন কাঠামো অনুযায়ী, কর্মীদের তিনটি অঞ্চলে ভাগ করে বেতন নির্ধারণ করা হয়েছে—ঢাকা মহানগর, মেট্রোপলিটন শহর ও অন্যান্য এলাকা।

ঢাকা মহানগরে ক্যাটাগরি-১ কর্মীদের বেতন ১৯ হাজার ১১০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০ হাজার ২১২ টাকা। এই ক্যাটাগরিতে আছেন ভারী যানবাহনের ড্রাইভার, সুপারভাইজার, কেয়ারটেকার, ওয়ার্ড মাস্টার, ইলেকট্রিশিয়ান, এসি ও পাম্প মেকানিক, জেনারেটর ও লিফট মেকানিক এবং টেকনিশিয়ানরা।

মেট্রোপলিটন শহরগুলো—চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারে একই পদে কর্মরতরা পাবেন ১৯ হাজার ৮০ টাকা। আগে যা ছিল ১৮ হাজার ১২০ টাকা। অন্যান্য শহরে একই পদে বেতন বেড়ে হয়েছে ১৮ হাজার ৫১৪ টাকা।

ক্যাটাগরি-২ এ থাকা হালকা যানবাহনের চালক, স্যানিটারি মিস্ত্রি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, পাম্প ও জেনারেটর অপারেটর এবং মিটার রিডারদের ক্ষেত্রে ঢাকা মহানগরের কর্মীরা পাবেন ১৯ হাজার ৬৩৬ টাকা। মেট্রোপলিটন এলাকায় এদের বেতন ১৮ হাজার ৫৪০ টাকা ও অন্যান্য অঞ্চলে ১৭ হাজার ৯৯২ টাকা।

ক্যাটাগরি-৩ এর টেইলার্স, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিন মেকানিক ও ডুবুরিদের বেতন ঢাকা মহানগরে ১৯ হাজার ২৩৬ টাকা, মেট্রোপলিটন শহরে ১৮ হাজার ১৬৫ এবং অন্যান্য শহরে ১৭ হাজার ৬৩০ টাকা।

লন্ড্রি অপারেটর, সহকারী ইলেকট্রিশিয়ান, কুক, মালি ও অভিজ্ঞ কর্মীরা ক্যাটাগরি-৪ এর আওতায় পড়েন। এদের বেতন হবে যথাক্রমে ১৮ হাজার ৬৬০, ১৭ হাজার ৬২৫ এবং ১৭ হাজার ১০৮ টাকা।

নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, হেলপার ও লিফটম্যানদের জন্য নির্ধারিত ক্যাটাগরি-৫ অনুযায়ী, ঢাকায় বেতন হবে ১৮ হাজার ১৮০ টাকা। মেট্রোপলিটন শহরে এদের বেতন ১৭ হাজার ১৭৫ টাকা এবং অন্যান্য শহরে ১৬ হাজার ৬৭৩ টাকা।

সরকার নতুনভাবে তিনটি বিশেষ ক্যাটাগরিও চালু করেছে। প্রথম বিশেষ ক্যাটাগরির আওতায় সমাজবিজ্ঞানী, ইঞ্জিনিয়ারিং ও আইটি সার্ভিস প্রোভাইডার, ট্রেইনার ও গবেষকদের বেতন নির্ধারিত হয়েছে ৪২ হাজার ৯৭৮ টাকা (ঢাকা মহানগর)। মেট্রোপলিটন শহরে এরা পাবেন ৪০ হাজার ৩০২ টাকা, অন্য শহরে ৩৮ হাজার ৯৬৪ টাকা।

দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইডার, অ্যাসোসিয়েট ট্রেইনার, অ্যাসিস্ট্যান্ট ইনসপেকশন সার্ভিস প্রোভাইডার ও ফোরম্যান পদ। বেতন নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২৮ হাজার ৩৬৯, ২৬ হাজার ৬৩৬ এবং ২৫ হাজার ৭৬৯ টাকা।

তৃতীয় বিশেষ ক্যাটাগরির সহকারী প্রশিক্ষক ও সহকারী টেকনিশিয়ানদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫৯৮, ২১ হাজার ২৭৯ ও ২০ হাজার ৬২০ টাকা।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, আউটসোর্সিং কর্মীরা বছরে ১৫ দিন করে ছুটি পাবেন। নারী কর্মীরা পাবেন ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি। প্রত্যেক কর্মীকে বছরে দুটি উৎসব ভাতা ও একটি নববর্ষ ভাতা দেওয়া হবে। উৎসব ভাতা মাসিক বেতনের অর্ধেক এবং নববর্ষ ভাতা বেতনের ২০ শতাংশ হিসেবে নির্ধারিত হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram