ঢাকা
১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪১
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৫

আসছে সর্বজনীন পেনশনের ইসলামিক সংস্করণ

সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করতে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। সর্বজনীন পেনশনের ইসলামিক সংস্করণ চালুর সম্ভাব্যতা যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি এখন থেকে ৬০ বছর হলে জমার ৩০% এককালীন তোলা যাবে, প্রবাস ও প্রগতিতে চাঁদা কমে এক হাজার, প্রগতিতে চাঁদার সীমা বেড়ে ১৫ হাজার, আউটসোর্সিংয়ের কর্মীরা আসবেন প্রগতি স্কিমে এবং আন্তর্জাতিক সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশনের সদস্যপদ অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন পর্ষদের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভা শেষে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর চাইলে তাঁর জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ এককালীন তুলতে পারবেন। আগে এ ধরনের সুযোগ ছিল না।

সভার আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে, প্রবাস ও প্রগতি স্কিমে অংশগ্রহণকারীদের জন্য চাঁদার হার কমানো। আগে যেখানে এই হার ছিল মাসে কমপক্ষে ২ হাজার টাকা, এখন তা কমিয়ে ১ হাজার টাকা করা হয়েছে। বিশেষ করে প্রবাসী ও স্বল্প আয়ের অংশগ্রহণকারীদের জন্য এটি বড় স্বস্তি হবে বলে আশা করা হচ্ছে।

অপর দিকে, প্রগতি স্কিমে অংশগ্রহণকারী উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য সর্বোচ্চ জমার সীমা ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।

প্রগতি স্কিমের আওতায় এবার আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত সেবাকর্মীরাও যুক্ত হতে পারবেন। ফলে অনেক অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীও সামাজিক নিরাপত্তার আওতায় আসার সুযোগ পাবেন।

আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথে আরও একটি পদক্ষেপ হিসেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবার ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশনের (আইএসএসএ) সদস্যপদ গ্রহণে আগ্রহ দেখিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পর্ষদ কর্তৃপক্ষকে অনুমোদন দিয়েছে।

ইসলামিক মূল্যবোধ অনুসারে সর্বজনীন পেনশন স্কিমের একটি বিকল্প সংস্করণ চালুর সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী সভায় তা উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

সর্বজনীন পেনশন স্কিমকে আরও ব্যাপকভাবে পরিচিত করতে নেওয়া হয়েছে জোরালো প্রচার কার্যক্রমের সিদ্ধান্ত। ফেসবুক, ইউটিউব, টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও টকশো, আন্তর্জাতিক খেলা সম্প্রচারের সময় এবং জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে স্কিমটির প্রচার জোরদার করা হবে।

এসব পদক্ষেপের মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল কাঠামোয় রূপ দিতে চায় সরকার, যাতে করে বৃহত্তর জনগোষ্ঠী ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram