প্রথমবারের মতো সব ধরনের অনলাইন জুয়া নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ- ২০২৫ এ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, বিগত কয়েক বছরে অনলাইন বেটিং ভয়াবহ ভাবে ছড়িয়েছে। বিশেষত তরুণদের মধ্যে এর প্রকোপ বেশি। দ্রুত সময়ের মধ্যে অনলাইন জুয়া দমনে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।