বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তিন বাহিনী একসঙ্গে সামরিক হামলা চালিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চালানো ওই অভিযানের নাম ‘অপারেশন সিঁন্দুর’। অনলাইন এনডিটিভি বলছে, পেহেলগামে হামলার দুই সপ্তাহ পরে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে অংশ নেয় এই হামলায়। ভারতের দাবি, পাকিস্তানে এবং পাকিস্তানশাসিত জম্মু-কাশ্মীরে ‘সন্ত্রাসীদের’ অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলায় তিন বাহিনী সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারে এমন অস্ত্র ব্যবহার করেছে তারা। ব্যবহার করা হয়েছে কামিকাজি ড্রোন। এই ড্রোন যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। ভারতের সেনাবাহিনীর দাবি তারা নয়টি স্থাপনায় হামলা করেছে। পাকিস্তান সেনাবাহিনীর কোনো স্থাপনাকে টার্গেট করা হয়নি। এর মধ্যে আছে বাহওয়ালপুর এবং মুরিদকে’তে অবস্থিত যথাক্রমে জৈশ ই মোহাম্মদ এবং লস্করে তৈয়বার স্থাপনা। তবে পাকিস্তান দাবি করেছে, হামলা চালানো হয়েছে বেসামরিক লোকজনের বিরুদ্ধে। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।