আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ “তথ্য অধিকার বিষয়ক” একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বেবিচকের জনসংযোগ বিভাগ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তথ্য অধিকার আইন, ২০০৯ একটি যুগান্তকারী আইন যা প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক। বেবিচক সর্বদা তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।”
কর্মশালায় বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সাংবাদিক।
আলোচনায় বক্তারা তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ, তথ্য প্রাপ্তির পদ্ধতি এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এই ধরনের কর্মশালা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবায় দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।