ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৩
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৫

নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না: রিজভী

নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহির অভাব প্রকট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, প্রশাসনে এখনও দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী চরিত্রের ব্যক্তিরা সক্রিয় রয়েছে এবং সরকারি মদদে তারা দায়মুক্তি ভোগ করছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এই বিএনপি নেতা।

রিজভী বলেন, 'পতিত স্বৈরাচারের দোসররা আজ আদালতে দাঁড়িয়ে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, ফ্যাসিস্ট শাসনে ফিরে যাওয়ার ভয় দেখাচ্ছে। তারা এতটা সাহস পায় কোথা থেকে?' তিনি অভিযোগ করেন, এই হুমকির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করে তোলার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, 'আদালতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সাধারণ বন্দীর মতো আচরণ করা হয়, ডিভিশন দেওয়া হয় না। অথচ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আদালতে গিয়ে জামাই আদরে থাকে, এমনকি সেখানে দাঁড়িয়েও হুমকি দেয়।'

রিজভীর দাবি, এইসব কর্মকাণ্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতার কারণে সম্ভব হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, 'যে সাহসে আজ রাজধানীর বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের মিছিল হচ্ছে, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, অথচ কেউ ধরা পড়ছে না—তারা এতটা অধরা কেন?'

বিএনপির এই নেতা আরও বলেন, 'প্রশাসনের দুর্নীতিগ্রস্ত এবং ক্ষমতালোভী চক্র এখনও পদে বহাল রয়েছে। সরকারের উচ্চপর্যায়ে ঘুষ দিয়ে তারা নিজেদের রক্ষা করছে, যা বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে এসেছে।'

সবশেষে রিজভী বলেন, 'নির্বাচিত সরকার না থাকলে দেশের শাসন ব্যবস্থায় জবাবদিহির সুযোগ থাকে না। জনগণের কাছে দায়বদ্ধতা না থাকলে এমনই চিত্র দেখা দেয়।'

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram