মহান মে দিবসে ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি। জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে পহেলা মে রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ করবে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিতে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে ঢাকার পাশাপাশি আশপাশের জেলা-মহানগরের নেতাকর্মীদেরও অংশ নিতে বলা হয়েছে। এরই মধ্যে সমাবেশ উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভায় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ১ মে দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন। সমাবেশে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও অংশ নেবেন। ওই দিন সরকারি ছুটি থাকায় বড় সমাবেশ হলেও মানুষের ভোগান্তি কম হবে। ঢাকার পাশাপাশি দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, দেশে শ্রমজীবী মানুষ শান্তিতে নেই। এখনও তাদের ন্যূনতম মজুরি আদায় করতে পারিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সঙ্গে বিএনপি একমত। তবে ন্যূনতম মজুরিসহ কিছু বিষয়ে যুক্ত করার বিষয়ে পরামর্শ দিয়ে তিনি বলেন, আমরা
তাদের প্রস্তাবগুলো সমর্থন করি। তবে কমিশনের সুপারিশে শ্রমিকদের সব আকাক্সক্ষার কথা সংযুক্ত করা যায়নি। কিন্তু যতটুকু করা হয়েছে, আমরা তাকে সমর্থন করি।
যৌথসভা ও সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ অংশ নেন।