উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় সাক্ষাৎ করতে যান। তার গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। কিন্তু যমুনা থেকে বের হওয়ার সময় তার গাড়িতে জাতীয় পতাকা দেখা যায়নি, যা থেকে পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে।
এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।