বাংলাদেশ সেনাবাহিনীতে অসাধারণ ভূমিকা রাখায় ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজন, সেনা পারদর্শিতা পদক (SPP)-এর জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে।
উল্লেখ্য, কিছু দিন আগে ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজন সেনাসদরে সেনাবাহিনীর প্রধানের সাক্ষাৎকালে, সেনাবাহিনী প্রধান ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজনের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য তাকে অনুপ্রাণিত করেন।
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ভুজপুর এলাকায়, ২৪ ডিভিশনের গুইমারা রিজিওনের অধীনে, বন্যার্তদের উদ্ধারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কাজী সুজন। তিনি বন্যা কবলিত এলাকায় নিজ হাঁটুকে সিঁড়ি বানিয়ে অসুস্থ ও গর্ভবতী মহিলাদের ট্রাকে উঠতে সহায়তা করেন এবং অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। যুবপ্রজন্মের মতোই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশবাসীর সেবায় নিবেদিত। কাজী সুজনের সহমর্মিতা ও মানবতাবোধ হোক ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা।