আজ রবিবার (১৮ মে) কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি এর সাথে বেবিচক সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতকালে বাংলাদেশের বিমানবন্দরসমূহে চলমান অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বিদ্যমান কার্গো ভিলেজের কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, এভিয়েশন খাতে কানাডার সম্ভাব্য বিনিয়োগ ও সফট লোন প্রদানের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়। সাক্ষাতে দুই দেশের মধ্যে এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত ও কার্যকর করার উপায় নিয়েও মতবিনিময় করা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদারে আগ্রহ প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কানাডা দূতাবাসের প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।