ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে ইসলামপুর নোয়ারপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরটগা গ্রামে যমুনার ভাঙ্গনের তান্ডবলীলা চলছে। ভাঙ্গনরোধে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
রোববার (১১ মে) সকালে নদী পাড়ে চরটগা গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে ভাঙ্গন কবলিত এলাকাবাসীর পক্ষে উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আবু মূছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমাম ওমর ও সাপধরী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাওলানা সাইফুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ, কোরবান আলী সরকার, আব্দুস সামাদ মজনু, শাহাদাত হোসেন, মনোয়ার হোসেন সাদাসহ অনেকেই বক্তব্য রাখেন।
মানববন্ধন চলাকালে ভাঙ্গন কবলিত পরিবারের লোকজন জানান, দীর্ঘ ২৫ বছর ধরে পরিবার পরিজন নিয়ে যমুনা নদীর জেগে উঠা চরটগা গ্রামে মানুষের বসতি গড়ে উঠেছে। ঈদগাহ মাঠ, মাদ্রাসা, স্কুল ও মসজিদসহ বর্তমানে ৪ হাজার লোকের বসতি গ্রামটিতে। এমতাবস্থায় চরটগা গ্রামটি যমুনা ভাঙ্গনের কবলে পড়ায় দিশেহারা হয়ে পড়েছে গ্রামের মানুষ।
সম্প্রতি যমুনা নদী পানি বাড়তে থাকায় ভাঙ্গনের হুমকি মুখে পড়েছে চরটগা গ্রামের বিস্তীর্ণ ফসলী জমিসহ ৩ হাজার মানুষের বসতবাড়ি। ইতোমধ্যে ভাঙ্গনে চরটগা গ্রামে একশত একর ধান, ভূট্টা ফসলের জমি নদী গর্ভে চলে গেছে। ভাঙ্গন রোধে প্রশাসন এখনই জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে চরটগা গ্রামটি যমুনা গর্ভে আবার বিলীন হয়ে যাবে। তাই ভাঙন রোধে একাকাবাসী ভাঙ্গন কবলিত এলাকায় প্রকল্প গ্রহনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন।