গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকা থেকে ইউপিডিএফ (মূল) দলের এক সশস্ত্র সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জোন সদরের দুইটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য জীবন চাকমা (২৮) একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ হাতেনাতে আটক হন।
অভিযানকালে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, তিন রাউন্ড গুলি, ইউনিফর্মের একটি জোড়া, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, একটি নোটবুক এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত জীবন চাকমাকে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ লক্ষীছড়ি থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে লক্ষীছড়ি এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। শান্তি ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা।
লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন বলেন, আটক জীবন চাকমার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে লক্ষীছড়ি থানায় মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।