এস এম আরজু: বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পোষ্যদের পাশাপাশি এখন সর্বসাধারণের জন্যও উন্মুক্ত করা হয়েছে রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও বাংলাদেশ রেলওয়ের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এই হাসপাতালটি চট্টগ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।
গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে রেলওয়ে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে শুরু হয় এই যৌথ পরিচালনার কার্যক্রম। এরই অংশ হিসেবে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের নাম পরিবর্তন করে “রেলওয়ে জেনারেল হাসপাতাল-চট্টগ্রাম” রাখা হয়।
হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে ১৯ জন ডাক্তার ও ৯ জন নার্স পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে হাসপাতালটি সর্বসাধারণের জন্য চিকিৎসা সেবা শুরু করেছে।
বর্তমানে হাসপাতালটিতে অর্থপেডিক্স, গাইনী ও অবস, মেডিসিন, চর্ম ও যৌন রোগ, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল এবং সার্জারি বিভাগে সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে ল্যাবরেটরি ও রেডিওলজির সুবিধা। আউটডোর বিভাগটি ইতোমধ্যে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে এবং ইনডোর বিভাগ শীঘ্রই চালু করা হবে।
বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্ট এলাকার জনগণকে এই উন্নত চিকিৎসাসেবা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেলওয়ে হাসপাতালগুলোতেও এই সুবিধা চালু করা হবে বলে জানানো হয়েছে।