কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ টিনের চাল কেটে দোকানে চুরির রহস্য উদঘাটন করেছে। এই ঘটনায় চার চোরসহ চুরি যাওয়া ৩১ পিস মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান কাজিপুর থানা পুলিশ।
চোরাই মালামালসহ গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ সদরের মাহমুদপুরের আব্দুল আজীজের পুত্র জিম শেখ (২১), গাজীপুরের কোনাবাড়ী এলাকার ছানু মোল্লার পুত্র জোবায়ের মোল্লা (২৭), কাজিপুরের সিন্দুর আটা গ্রামের ইলিন তালুকদারের পুত্র মোফাজ্জ্বল হোসেন (৪৬) এবং একই উপজেলার ভেটুয়া জগন্নাথপুর গ্রামের রুবেল তালুকদারের পুত্র নয়ন তালুকদার (২২)।
মামলার তদন্ত কর্মকর্তা কাজিপুর থানার এসআই এবি সিদ্দিক জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে জিম শেখকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে গত মঙ্গলবার বিকেলে গাজিপুরের কোনাবাড়ী এলাকা থেকে অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ৩১ পিস চোরাই যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত দুইজনের মোবাইল ফোনের দোকান রয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, চুরির ঘটনায় দোকান মালিক মোহাম্মদ আলী গত ২৬ এপ্রিল কাজিপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে উপজেলার মেঘাই পুরাতন বাজারের একটি মোবাইল ফোনের দোকান ও একটি ওষুধের দোকানে টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটে। এসময় ২০০ পিস বাটন ফোন ও ওষুধের দোকানের ক্যাশবাক্স থেকে নগদ চল্লিশ হাজার টাকা খোয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।