তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে ১৩ লাখ টাকার বেশি চাই, কারেন্ট জাল ও কোনা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।
বুধবার রাত ৮টা পর্যন্ত টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এর নেতৃত্বে এসময় উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক, গোলাবাড়ী ও রামসিংহপুর আনসার ক্যাম্পের সদস্যগণের সহযোগিতায় টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার রিং চাই, ১০০০ মিটার কোনা জাল ও ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকার বেশি।
এছাড়া অভিযানকালে এর সাথে জড়িত গোলাবাড়ি গ্রামের নুরুল মিয়ার হৃদয় মিয়া নামে এক জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে টাংগুয়ার হাওর ওয়াচ টাওয়ার এলাকায় ও অপর একটি স্থানে আলাদা করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক। তিনি জানান, আটক জেলেকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানিয়েছেন, টাংগুয়ার হাওরের মৎস, পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকারীকে ছাড় দেয়া হবে না।