মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ করায় ওই শিক্ষার্থীর নানাকে কুপিয়ে হত্যা করেছে আল আমিন নামের এক যুবক।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার আলী আজগর (৬০) রায়দক্ষিণ এলাকার মৃত. আব্দুর রশিদ খানের ছেলে। অপরদিকে, অভিযুক্ত আল আমিন (৩৮) একই গ্রামের মৃত কালু প্রামাণিকের ছেলে।
মৃত আলী আজগরের ভাতিজা আবুল কালাম ও স্থানীয়রা জানান, আল আমিন নামের ওই বখাটে দীর্ঘদিন ধরে আলী আজগরের মেয়ের ঘরের নাতনীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গী করতো। গত সোমবার সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আল আমিন ফের তাকে উত্যক্ত ও ধর্ষণচেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থী দৌঁড়ে ঘটনাস্থল থেকে নিজেকে রক্ষার চেষ্টা করে এবং স্থানীয় এক অটো চালকের সহযোগিতায় বাড়ি ফিরতে সক্ষম হয়। এরপর পরিবারের কাছে ঘটনার কথা জানালে থানায় গিয়ে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
আবুল কালাম বলেন, পুলিশ তদন্ত করতে এসেছিল। কিন্ত এতে ক্ষিপ্ত হয়ে আজ সন্ধ্যা সাতটার দিকে আলী আজগরকে কুপিয়ে ধান ক্ষেতে ফেলে রাখে আল আমিন। এ সময় আল আমিনের সাথে আরো বেশ কয়েকজন সহযোগী ছিল। খবর পেয়ে আলী আজগরের দুই ছেলে লিয়াকত ও সায়েম এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে আল আমিন ও তার সহযোগীরা।
তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় আলী আজগরকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে রেফার্ড করার পর সাভারের এনাম মেডিকেল কজেল হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে.ও.এম. তৌফিক আজম বলেন, শিশুটির মা উত্যক্ত করার কথা উল্লেখ করে অভিযোগ দেয়ার পর মঙ্গলবার দুপুরে মামলা রুজু হয়েছে। মামলা নং-৩৯। মামলা রুজুর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্ত পুলিশ আসামিকে পায়নি। আমরা আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি।