শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুদিন পর শেখ আল কালাম আজাদ (৫৯) নামে এক মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাদারে জন্য নিহত শিক্ষকের ছোট বৌ তিথি আক্তার (২৮) ও শ্বাশুড়ী রাফেজা বেগম ও মেগচামী গ্রামের মো. ছোরাফ শেখের ছেলে রাসেল শেখ (২৮) কে থানায় আনা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাসেলের তথ্য মতে, দুপুরের দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দী বিলের গ্রামীণ সড়কের পাশে ঝোপের আড়াল থেকে নিহত শিক্ষকের লাশ উদ্ধার করে মধুখালী থানা পুলিশ। সুরতহাল পরবর্তী অধিকতর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত শিক্ষক শেখ আল কালাম আজাদ উপজেলার চরবামুন্দী ইয়াসিন আলী দাখিল মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৭ এপ্রিল সন্ধ্যায় বিল আড়ালিয়া বাজার থেকে নিখোঁজ হন।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান জানান, লাশ উদ্ধার হয়েছে। তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।