মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার কুশেরচর খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে সদর উপজেলার কুশেরচর কালীগঙ্গা নদীর পাড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এলাকার ছাত্রছাত্রী, শিক্ষকসহ নানা শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে এলাকাবাসী জানায়, কুশেরচর এলাকায় সেতু না থাকায় জেলা শহরে যেতে হলে খেয়া নৌকায় পারাপার করতে হয়। নদী পার হতে গিয়ে নানা ভোগান্তিতে পড়তে হয় দুইপাড়ের মানুষদের। বর্ষায় সবচেয়ে বেশী দুর্ভোগে পড়ে পারাপারকারীরা। তাই দ্রুত সেতু নির্মাণ করার দাবি তাদের।
মানববন্ধনে কুশেরচর ইউনাইটেড ক্লাবের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকউদ্দিন ভূইয়া, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, স্থানীয় সাবেক কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড. মুরাদ হোসেন ও কুশেরচর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।