সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় দিনেশ চন্দ্র সরকার (৭০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের রেলগেটের সামনে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
প্রথমে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহায়তায় তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত দিনেশ চন্দ্র সরকার মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার বাড়ইকোনা গ্রামের বাসিন্দা এবং মৃত যোগেশ চন্দ্র সরকারের পুত্র। তবে তিনি কি কারণে শ্রীমঙ্গলে এসেছিলেন তা জানা যায়নি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুধ আহমদ বলেন, ‘নিহতের মরদেহ শনাক্ত করা হয়েছে। তার আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা শ্রীমঙ্গলে এসে মরদেহ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।’