মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি): দুর্গম পাহাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি, পাহাড়ী এলাকায় বসবাসরত সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির লংগদু উপজেলার সমতল থেকে প্রায় দুইশ ফিট উচুঁতে দাদীপাড়া এলাকার শতাধিক পাহাড়ী জনগোষ্ঠীর জন্য পানি সংকট নিরসনে রিং টিউবওয়েল স্থাপন করে বৈদ্যুতিক সিস্টেমে পানি সরবরাহের ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি রিং টিউবওয়েলে বৈদ্যুতিক সিস্টেমে পানি সরবরাহের উদ্বোধন করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৫০ বছরের পানি সংকট কাটতে যাচ্ছে তাদের। সেনাবাহিনীর এমন মহৎ কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
এসময় জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, পাহাড়ী জনপদে আইনশৃঙ্খলার পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূরীকরণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন।আগামীতেও সেনাবাহিনীর এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।