কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে জান্নাত আরা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীর খিলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাত আরা বেগম (৩০) ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকার নুরুল কবিরের মেয়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের খিলকাটা এলাকায় প্রতিদিনের মতো ফসলি জমিতে কাজে যায় জান্নাত আরা বেগম। ওই সময় জান্নাত পাহাড় থেকে খাবারের খোঁজে নেমে আসা বন্য হাতির সামনে পড়লে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, আজ সকাল ১০টার দিকে ফাঁসিয়াখালীর খিলকাটা এলাকায় বন্যহাতির আক্রমণে জান্নাত নামে এক গৃহবূধু’র মৃত্যু হয়েছে। বিষয়টি থানায় ও বনবিভাগকে অবগত করা হয়েছে।