সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: আগামী ২৫ এপ্রিল থেকে জিএসটি-গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবি’র কনফারেন্স কক্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন’র সভাপতিত্বে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সেখ আব্দুল লতিফ, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জ্যোতির্ময় দাস, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এম. আবুল কাশেম আজাদ, অরিক্তি পুলিশ সুপার তাপন রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. সারফুদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোবারক হোসেন, বিভাগীয় চেয়ারম্যান ও প্রভাষক রাশেদ মাহমুদ, মো. আনোয়র হোসেন ওয়াদুদ, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংবাদিক তোফায়ের আহমদ সহ প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ২৫ এপ্রিল, ০২ মে ও ০৯ মে তারিখে তিনটি ধাপে সিলেট বিভাগের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। তবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকায় পরীক্ষা কেন্দ্র হিসেবে সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ ও শান্তিগঞ্জ উপজেলায় স্থাপিত সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়। একই সাথে এই ৩দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সেই সাথে সিভিল সার্জন সুনামগঞ্জের অধীনে ৩টি মেডিকেল টীম পরীক্ষা কেন্দ্র গুলোতে থাকার জন্য বলা হয়।
মতবিনিময় সভায় আরো জানানো হয়, আগত পরীক্ষার্থী ও অভিভাবকরা যাতে আবাসিক হোটেল গুলোতে অতিরিক্ত টাকা দিয়ে থাকতে না হয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সে দিকে নজর রাখবেন।