রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে শফিকুর রহমান শামিম (২৫) নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার মির্জারখিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামিম মির্জারখিল এলাকার বাসিন্দা। তিনি সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ মামলার পলাতক আসামি শামিম। আজ শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।