চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ডিবি’র হাতে গ্রেফতারকৃত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোখলেসুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, সোমবার দিবাগত রাতে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে ঢাকা ডিএমপি’র পুলিশ এবং চাঁপাইনবাবগঞ্জের ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ মোখলেসুর রহমানকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত মোখলেসুরকে ২৪ সালের ২৬ সেপ্টেম্বর তারিখের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ৩১ নং মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলার ধারাগুলো হলো- ১৪৩/৪৪৭/৪৪৮/৪৫৭/৩৭৯/৪২৭/৩৪ তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(ক) রয়েছে। আদালত প্রাঙ্গনে মালখানায় বিভিন্ন মামলার আলামত লুটপাট করার ঘটনায় তাকে আসামী হিসেবে দেখানো হয়েছে।
এদিকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর ফাঁড়ির ইনচার্জ সুকোমল দেবনাথ জানান, আজ বুধবার দুপুর সাড়ে তিনটার সময় চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল মাজিষ্ট্রেট আদালতের আমলী আদালত-(ক) অঞ্চলে গ্রেফতারকৃত আসামী মোঃ মোখলেসুর রহমানকে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থণা করলে আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।