মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নে আতংকের নাম মিরাজ বাহিনী। গত ৫ আগস্টের পরই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নিজস্ববাহীনি গঠন করে এলাকার কেউ তার অবাধ্য হলে তার ওপর চালানো হয় নির্যাতন। মটরসাইকেলের বহর ও দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফিল্মের স্টাইলে তার চলাফেরা করেন বলে এমনই অভিযোগ মজিবাড়িয়া ইউনিয়নবাসীর। মিরাজ মিয়া (৩০) উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক। সে উপজেলার মজিবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
এবিষয়ে ওই ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি নাজমুল আহসান সজল মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার জিডি নং- ৬৩।
থানার জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়,ঈদের ছুটিতে ওই ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল আহসান সজল ও সাইদুল ইসলাম ঢাকা থেকে বাড়িতে আসে। এসময় মিরাজের মাদক কারবারসহবিভিন্ন অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করলে, তাদের দেখে নেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে খলিশাখালী বাজারে তাদের দেখতে পেয়ে ধাওয়া ও হামলা করে মিরাজ বাহিনী। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ী ও জনতার তোপের মুখে পালিয়ে যায় ওই বাহিনী। পালিয়ে এসে সজলকে ফোনে গুলি করে হত্যার হুমকি দেয় মিরাজের সহযোগী আবুল কালাম। ইউনিয়নের দক্ষিণ চালিতাবুনিয়া গ্রামের ইমাম হোসেন নামে এক ছাত্রদল কর্মীকে জেয়াফতের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে মারধরসহ নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। খলিশাখালী বাজারের ব্যবসায়ী ইদ্রিদ মাহমুদ, সাইদুল মোল্লা বলেন, ঈদের পরদিন দুপুরে মিরাজ বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়ে খলিশাখালী বাজারের এসে সাইদুল ও সজলকে ধাওয়া এবং তাদের উপর হামলা চালায়। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা পাল্টা ধাওয়া দিলে ওরা পালিয়ে যায়।
নাজমুল আহসান সজল ও সাইদুল বলেন, এলাকায় মিরাজ একটি বাহিনী গঠন করে তুলেছে। ওরা এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়ায় এলাকায়। এর প্রতিবাদ করায় আমাদের উপর হামলা ও গুলি করে প্রাণনাশের হুমকি দেয়। এবিষয়ে মির্জাগঞ্জ থানায় সাধারন (জিডি) করেছি।
অভিযুক্ত মোঃ মিরাজ মিয়া বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও আমি কোন মাদকের সাথে জড়িত নই।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামিম চৌধুরী বলেন, উপজেলা ছাত্রদলের নেতা মিরাজের বিষয়ে ঘটনা সত্য হলে তদন্ত সাপেক্ষে দলের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, এবিষয়ে একটি জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।