ঢাকা
৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:০৯
logo
প্রকাশিত : এপ্রিল ৫, ২০২৫

চিলমারীর ব্রহ্মপুত্র পাড়ে অষ্টমীর স্নান সম্পন্ন, ৩ লক্ষাধীক পুন্যার্থীর ঢল

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: শনিবার কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪শ বছর ধরে প্রতিবছর চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদের তীরে এই ঐতিহ্যবাহী স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।হিন্দু ধর্ম মতে এটি একটি পূন্য কর্ম এবং স্নানের স্থানটি তীর্থ স্থান।এবারে পঞ্জিকা হিসাব অনুযায়ী শুক্রবার দিবাগত রাত ২টা ৭মি ৫সেকেন্ড পর হতে শনিবার রাত্রি ১২টা ৫১মি.পর্যন্ত। তবে স্নানের উত্তম সময় শনিবার দুপুর ১২টা.৮মি.৫০ সেকেন্ড থেকে ১টা ৪১মিনিটের মধ্যে। উত্তম সময় ধরতে না পারায় দুর-দুরান্ত থেকে আসা পূন্যার্থীরা সারাদিনব্যাপী নিজেদের সুবিধামত সময়ে স্নানকার্য সম্পন্ন করেছেন।

হে মহা ভগ ব্রহ্মপুত্র,হে লৌহিত্য,তুমি আমার পাপ হরণ করো।মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মার নিকট কৃপা চেয়ে স্নান উৎসবে মেতে উঠেন পূণ্যার্থীরা।এবারে প্রায় ৩লক্ষাধীক পূণ্যার্থীর পদচারনায় মূখরিত হয়ে উঠেছিল চিলমারীর ব্রহ্মপুত্র পাড়ের প্রায় তিন কিলোমিটার এলাকা।উপজেলার রমনা ইউনিয়নের রমনা ঘাটের দক্ষিনে মাঝিপাড়া থেকে দক্ষিণে জোড়গাছ বাজার এলাকা পর্যন্ত প্রায় ৩কি.মি.এলাকা ছিল স্থানের ব্যাপ্তি। স্নান উৎসবকে ঘিরে কয়েকদিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত হতে পূণ্যার্থীর ভিড় জমে চিলমারী বন্দর ব্রহ্মপুত্রের পাড়ে।
রংপুর তাজহাট থেকে স্নান উৎসবে আসা পূন্যার্থী লাবনী রায় ও শ্রাবনী রানী জানান,এবারে অষ্টমী স্নানের আনন্দটা একটু বেশী। তাই অনেক কষ্ট করে স্নান করতে এসেছি,পরিবেশ ভাল থাকায় স্নান করে তৃপ্তিও পেয়েছি।

অষ্টমী স্নান উৎসব কমিটির ভাষ্যমতে প্রতি বছরের মত এবারও ভারত,নেপাল ও দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ৩লক্ষাধীক পূণ্যার্থী যোগ দিয়েছে স্নান উৎসবে। স্নান উৎসবটি বুধবার অনুষ্ঠিত হলে ভারত ও নেপাল থেকে বেশি সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী আসতেন বলে ধারনা করেন তারা।

এদিকে ঐতিহ্যবাহী এই স্নান মেলার জন্য নির্দিষ্ট ঘাট না থাকায় প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে উন্মুক্ত স্নানঘাটে পূণ্যার্থীরা স্নানপর্ব সম্পন্ন করেছেন।স্নান উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।দুর-দুরান্ত থেকে আসা পূন্যার্থীদের নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ,আনসার ও ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন করাসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশী পাহারার ব্যবস্থা করা হয়েছিল।

স্নান উৎসব কমিটির আহবায়ক বিষু চন্দ্র বর্মন বলেন,শান্তিপূর্ন পরিবেশে স্নান সম্পন্ন হয়েছে,এবারে দেশ-বিদেশের প্রায় ৩লাখ পূণ্যার্থী স্নান উৎসবে যোগ দিয়েছিল। তিনি আরো জানান,পরিবেশ অনুকূলে থাকায় অন্যান্যবারের তুলনায় পূন্যার্থীর সংখ্যা অনেক বেশী হয়েছিল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram