তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড (মানিককান্দি) বিএনপি শাখা'র ব্যানারে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলের মঞ্চে আ'লীগের নেতাকর্মীদের সাথে অংশগ্রহণকারী বিএনপির চার নেতাকে দল থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
শোকজকৃতরা হলো, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সরকার, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী, সদস্য মোহাম্মদ আলী ও ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: মাজহারুল ইসলাম খোকা।
শনিবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো: আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলার ৩ নেতাকে কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে আগামী ৬ দিনের মধ্যে চিঠির জবাব দেওয়ার কথা বলা হয়েছে। অপরদিকে একই অপরাধে গত বৃহস্পতিবার উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকাকে কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, গত ২২ মার্চ উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড (মানিককান্দি) গ্রামে বিএনপির এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির ব্যানারে এ ইফতার মাহফিল আয়োজন করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। উক্ত ইফতার মাহফিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদধারী নেতা, চাঁদাবাজ এবং একাধিক মার্ডার মামলার আসামির সাথে সামনের সারিতে বসে বিএনপির এ নেতাদের অংশগ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত বিষয়টি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে ফেসবুকে নিন্দার ঝড় উঠে এবং দলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এতে দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা বা কেন বহিস্কার করা হবে না তার সুনির্দিষ্ট প্রমাণের আলোকে আগামী ৬ (ছয) কর্ম দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এবং পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত দলের সকল সাংগঠনিক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে অভিযুক্তদের মোবাইল ফোনে কল করলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।