রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি সরকারি রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। উপজেলার নোয়াখালী পাড়ার নান্টুর বাড়ি থেকে বুলবুলের বাড়ি পর্যন্ত এই রাস্তাটি দখল করে স্থানীয় কয়েকজন ভবন নির্মাণ ও গাছ রোপন করেছেন।
স্থানীয় তোজাম্মেল, মমিনুল, সাবু মিয়া আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার ওপর আধা পাকা ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকার কয়েকশ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
ভুক্তভোগী একজন জানান, রাস্তাটি বন্ধ থাকার ফলে অন্য বাড়ির ওপর দিয়ে তাদের যাতায়াত করতে হয়। আরেকজন বলেন, দখলদাররা এখনও আওয়ামী লীগের প্রভাব খাটাচ্ছে। তাই এখনও রাস্তাটি উদ্ধার করা যায়নি।
এর আগে, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধানের কথা বললেও তা বাস্তবায়ন হয়নি বলে জানান স্থানীয়রা। এ সময় সড়কটি উদ্ধারের দাবিও জানান তারা।
এদিকে দখলকারীদের দাবি, রাস্তার বিষয়টি তাদের জানা ছিল না। সরকার উদ্যোগ নিলে ছেড়ে দেয়ারও কথা জানান তারা। একজন বলেন, কেউ না ভাঙলে আমরা কেন একা ভাঙব? সবাই জায়গা ছেড়ে দিলে আমরাও ছেড়ে দেব।
গত ২৮ এপ্রিল পুনরায় তদন্তের পর এসি ল্যান্ডের কাছে রাস্তাটি সরকারি হিসেবে উল্লেখ করে উদ্ধারের জন্য প্রতিবেদন দেয় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা। পরে প্রতিবেদনটি ইউএনও’র কাছেও পাঠানো হয়।
এ বিষয়ে মিঠাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মুলতাসিম বিল্লাহ বলেন, উচ্ছেদের জন্য নোটিস দেয়া হবে। এক্ষেত্রে বিবাদী পক্ষের বক্তব্যও শোনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেছেন, সড়কটির বিষয়ে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে এসেছে। প্রতিবেদনে এর সত্যতা পাওয়া গেছে।
তবে ভুক্তভোগীদের অভিযোগ, ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারি রাস্তা উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা রয়েছে। এতে তারা আশাহত।