ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪১
logo
প্রকাশিত : মার্চ ২৮, ২০২৫

ঢাবিতে আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল ১৬ এপ্রিল

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির (ডিইউকিউএস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দুই দিনব্যাপী ‘১ম ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট ২০২৫’ ১৬ এপ্রিল শুরু হয়ে চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

ধারণা করা হচ্ছে, এবারের আসরে দেশ ও দেশের বাইরে থেকে চার সহস্রাধিক অংশগ্রহণকারী অংশ নেবেন।

স্বনামধন্য কুইজ মাস্টার ও কুইজ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল সেগমেন্ট, আন্তবিশ্ববিদ্যালয়, মেগা কুইজ, একক প্রতিযোগিতা, আন্তকলেজ, আন্তস্কুলসহ মোট ৭টি ভিন্ন সেগমেন্টের আয়োজন থাকছে এবারের উৎসবে। প্রতিটি সেগমেন্টে সেরা স্থান অর্জনকারী পাবেন নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট, স্যুভেনির ও চেকবোর্ড। এ ছাড়া সব অংশগ্রহণকারীর জন্য থাকছে সনদসহ আকর্ষণীয় সব পুরস্কার।

কুইজ ফেস্টিভাল প্রসঙ্গে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সভাপতি ওয়াসি আহমেদ বলেন, ‘প্রতিবার শুধু দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট। সবার সর্বাত্মক চেষ্টায় এই আয়োজন সফল হবে।’

প্রসঙ্গত, ২০১৫ সালে প্রতিষ্ঠিত টিএসসিভিত্তিক সংগঠন ডিইউকিউএস কুইজের দ্বারা জ্ঞানচর্চাকে উদ্বুদ্ধ করার কার্যক্রম পরিচালনা করে আসছে। জ্ঞানচর্চার সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক কুইজ ফেস্টিভাল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram