মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় জয়নাল আবেদীন (৫২) নামের এক মুসল্লীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ইফতার করার সময় উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের তছি মিয়াজী জামে মসজিদে এই ঘটনা ঘটেছে।
জয়নাল আবেদীন পূর্ব দুর্গাপুর নিবাসী নুর মিয়া বাড়ির মরহুম খুরশিদ আলমের দ্বিতীয় পুত্র। বৃহস্পতিবার রাত ১২ টায় জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।
তছি মিয়াজী জামে মসজিদের অর্থ সম্পাদক আলতাফ হোসেন জানান, জয়নাল আবেদীন আমার নিজের সমাজের প্রতিবেশী। আমাদের মসজিদের ধারাবাহিক একাধিকবার ইতেকাফকারী। এবারো তিনি ইতেকাফে বসছিলেন। বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ দাঁড়িয়ে পড়েন। এরপর তিনি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে দ্রুত মিঠাছরা ডায়নামিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবণতি হলে পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ১২ টায় জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।