সাটুরিয়া (মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-র ৯০ বস্তা চাল জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় ডিলার কয়েক মাস ধরে নির্ধারিত ইউনিয়নে চাল বিতরণ না করে তা অবৈধভাবে বিক্রির চেষ্টা করছিলেন। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ভান্ডারিয়া পাড়া থেকে একটি পিকআপ গাড়ি আটক করে চালসহ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে।
স্থানীয়দের অভিযোগ, সাটুরিয়ার টিসিবি ডিলার দীপক সাহা বালিয়াটি, তিল্লি ও দিঘলিয়া ইউনিয়নে পণ্য বিতরণের দায়িত্বে থাকলেও গত কয়েক মাস ধরে চাল বিতরণ বন্ধ রেখে তা কালোবাজারে বিক্রির পরিকল্পনা করছিলেন।
ঘটনার প্রত্যক্ষদশী কাওন্নারা গ্রামের মো. শাহীন জানান, সকালে উপজেলা চত্ত্বরে শহীদ বেদিতে ফুল দিতে যাচ্ছিলাম। এমন সময় টিসিবির গোডাউনের সামনে একটি পিকআপ গাড়িতে টিসিবির চাল বের করে অন্য বস্তায় স্থানান্তর করে গাড়িতে লোড করছে। বিষয়টি সন্দেহ হলে ৯০ বস্তা চালসহ গাড়ি জব্দ করে উপজেলা প্রশাসনে নিয়ে জমা দেয়।
টিসিবির ডিলার দীপক সাহা বলেন, টিসিবির বস্তায় সাবেক প্রধানন্ত্রী শেখ হাসিনার ছবি থাকায় টিসিবির বস্তা থেকে অন্য বস্তায় স্থানান্তর করা হয়েছে। এই চাল বালিয়াটি, দিঘলিয়া ও তিল্লি ইউনিয়নে জন্য গাড়িতে লোভ করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা শাহীন ভুলবসত গাড়ি আটক করে প্রশাসনের কাছে জমা দিয়েছে। তার দাবী এ চাল কালোবাজারে বিক্রির জন্য গাড়িতে লোড করা হয়নি। ঈদ উপলক্ষে ওই তিন ইউনিয়নে বিতণের জন্য নেওয়া হয়েছিল।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার বলেন, "দীপক সাহার বিরুদ্ধে টিসিবির পণ্য গোজামিল দিয়ে অবৈধ লেনদেনের বহু অভিযোগ রয়েছে। আজকের ঘটনায় প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা একটি পিকআপ গাড়ি থেকে টিসিবির চাল অন্য বস্তায় স্থানান্তর করার সময় সন্দেহ করে তা আটক করে। আমরা ডিলারের কাছ থেকে প্রমাণপত্র তলব করেছি এবং তদন্ত চলছে।