ঢাকা
১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩১
logo
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৫

পীরগঞ্জে ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৩। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার দস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দানাজপুর গ্রামের হাসমত আলীর ছেলে হাসিনুর রহমান, দস্তমপুর মধ্যপাড়ার সুরুজ আলীর ছেলে মোঃ মর্তুল ও হিরালাল মর্শার ছেলে রতন শর্মা।

পীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার চৌরঙ্গী বাজার-ফকিরগঞ্জ পাকা সড়কে দস্তমপুর গ্রামের বগদুর চৌধুরীর ধান খেতের পাশে ঐ তিন মাদক ব্যবসায়ী মাদক বেচা কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব-১৩ দিনাজপুর এর একটি টহল দল। এ সময় একটি মোটরসাইকেল সহ ৩ জনকে আটক করেন। এসময় তাদের হেফাজতে থাকা ৪৯৭ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ৬ হাজার ৯শ টাকা উদ্ধার করে র‍্যাব। পরে তাদেরকে পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, র‍্যাবের সুবেদার ইউনুস আলী বাদী হয়ে ঐ ৩ জনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram