কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (২৬ মার্চ) সকালে কেরানীগঞ্জ উপজেলা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।
শ্রদ্ধা নিবেদনে অংশ নেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, কেরানীগঞ্জ প্রেসক্লাব এবং কেরানীগঞ্জ উপজেলা মডেল থানা বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এরপর উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধাদের ফুল ও ক্যাপ দিয়ে বরণ করার আয়োজন করা হয়। পতাকা উত্তোলনের পর সেখানে একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় পুলিশ সদস্য, আনসার সদস্য এবং বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা।
অনুষ্ঠানে কেরানীগঞ্জের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য স্মরণ করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার আহ্বান জানান। এদিনের আয়োজনে ছিল একাত্মতা, সম্মান ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ।